অক্ষয় তৃতীয়া তিথিতে "ইছামতি বরণ" অনুষ্ঠিত হলো বসিরহাট বোটঘাটে

 ইছামতি বরণ:

গত রবিবার বসিরহাটে ইছামতী বরণের আয়োজন করা হয়েছিল বসিরহাট পুরোহিত সংগঠনের উদ্যোগে। 

এদিন অক্ষয় তৃতীয়া তিথি থাকায় বসিরহাট বোর্ডঘাটে ইছামতীর পাড়ে ধুপ ধুনুচি পঞ্চ প্রদীপ সহ ইছামতী বরণে অংশগ্রহণ করেন পুরোহিতরা। 

 প্রতি মাসে বিশেষ তিথিতে একদিন করে ইছামতি বরণ কর্মসূচি নেওয়া হয় বসিরহাট পুরোহিত সংগঠনের উদ্যোগে।

 এই ইচ্ছামতী বরণ দেখতে নদীর ঘাটে ভিড় করেন উৎসাহী বসিরহাটের মানুষরা।

এই বরণটি মাসের বিশেষ তিথিতে করা হয় নির্দিষ্ট কোন দিন বা তারিখ নির্ধারিত নেই সেই কারণে বহু মানুষ এই বরণে অংশগ্রহণ করতে পারে না।

আমাদের ফেসবুক পেজ বসিরহাট ইন ওয়াচ এই পোস্টে বিভিন্ন কমেন্ট দেখতে পাওয়া গিয়েছে তাদের আবেদন -

তারা এই ইছামতি বরনে অংশগ্রহণ করবেন । কিন্তু তারা নির্দিষ্ট দিন বা তারিখ না জানার কারণে অংশগ্রহণ করতে পারেন না

তিথি চলাকালীন এই বরণটি করা হয় এবং সেই সময়ে আশেপাশে যারা উপস্থিত থাকে বা জানতে পারে তারা এসে অংশগ্রহণ করে এবং এই বরণে তারাও নিজেদের সময় দেয়।

ইছামতি নদী আমাদের বসিরহাট বাসীর কাছে এক আবেগ আমরা অত্যন্ত এই নদীকে ভালোবাসি 

আমাদের কাছে বসিরহাট ইচ্ছামতী নদী, একটা অহংকারের ও কম নয়।

 • বসিরহাটের আশেপাশে জরুরী সংবাদ জানার জন্য আমাদের facebook page বসিরহাট ইন ওয়াচ ফলো করুন আমরা সব সময় আপনাদেরকে আপনার শহরের সঠিক সংবাদ ও সঠিক তথ্য সবার আগে তুলে ধরব। ধন্যবাদ।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন