১লা মে ঐতিহাসিক শ্রমিক দিবস উপলক্ষে বসিরহাট সাংগঠনিক জেলা INTTUC পক্ষ থেকে পথযাত্রা

  ১লা মে ঐতিহাসিক শ্রমিক দিবস উপলক্ষে বসিরহাট সাংগঠনিক জেলা INTTUC পক্ষ থেকে পথযাত্রা:

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বসিরহাট ইটিন্ডা রোডে INTTUC পক্ষ থেকে এক বিশাল পথযাত্রা । 

এই পথযাত্রায় উপস্থিত ছিলেন বসিরহাটের সব শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা সাথে ৭২ নম্বর বাস স্ট্যান্ড এর শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট ভাস্কর মিত্র মহাশয় এই পথযাত্রায় উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন বিভিন্ন যানবাহনের ড্রাইভার সহ কন্টাকটার,

 টোটো চালক, অটো চালক। আজ ১লা মে বসিরহাট ইটিন্ডা রোডে পুরাতন বাজার উপর দিয়ে নতুন বাজারের দিকে বিকাল ৪ টার সময় এই পথযাত্রা যায় ।

বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি থেকে এই পথযাত্রার আয়োজন করা হয় এবং পথযাত্রার মধ্যে স্লোগান দিয়ে শ্রমিকরা বোর্ড ঘাটের দিকে এগিয়ে যায়।

 পথযাত্রার সামনে ও পিছনে ছিলেন বসিরহাট থানার বিভিন্ন পুলিশ আধিকারিকরা ।

এই পথযাত্রায় উপস্থিত ছিলেন প্রায় সব বয়সের শ্রমিকগণ ছিলেন অল্প বয়সের যুবকরা ও মাঝারি বয়সের শ্রমিকরা ।

আরো গ্রামের বিভিন্ন শ্রমিক গণও উপস্থিত ছিলেন এই পথযাত্রায়।

 এই পথযাত্রায় উপস্থিত থাকা সকল শ্রমিকের শার্টে একটি করে ব্যাচ লাগানো ছিল।

এদিকে সিপিআইএম এর উদ্যোগেও ১লা মে ঐতিহাসিক শ্রমিক দিবস উপলক্ষে ইটিন্ডা রোডে পথযাত্রার আয়োজন করা হয়, দুনিয়ার মজদুর এক হও স্লোগান দিতে দিতে তারা বোর্ডঘাটের দিকে এগোতে থাকে

কিছু মানুষ বলছে শ্রমিক দিবস প্রতিবছর আসবে যাবে কিন্তু শ্রমিকের মূল সমস্যা কোন দিনের সমস্যা সমাধান হবে না তাদের নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে।

আমরা সব সময় আমাদের আশেপাশে বিভিন্ন কাজে জড়িয়ে থাকা বিভিন্ন শ্রমিকদের সম্মান ও তাদের প্রাপ্য সর সময় বুঝে দেবো।

কারণ তাদের কর্মে আমাদের সুফল।







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন