বাতিল করা হলো হাসনাবাদ লাইনের অনেক গুলো ট্রেন:
হাসনাবাদ সেকশানে NI Working চলছে , আমরা একটু অসুবিধার মধ্যেই দিন কাটাচ্ছি , কিছু ট্রেন চললেও সময়ের একটু গণ্ডগোল থাকছে এবং
আগামী 12/04/2023 থেকে 18/04/2023 পর্যন্ত বারাসাত হাসনাবাদ শাখায় লাইন এর কাজের জন্যে কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
বাতিল করা ট্রেন গুলি হলো:-
ট্রেন নাম্বার 33325 বারাসাত হাসনাবাদ (আপ) 12/04/2023
ট্রেন নাম্বার 33325 বারাসাত হাসনাবাদ (আপ) / 33311 বারাসাত হাসনাবাদ, / (আপ) 33447 শিয়ালদহ বারাসাত , / ডাউন 33512 হাসনাবাদ- শিয়ালদহ/ ডাউন 33312 হাসনাবাদ - বারাসাত 13/04/2023 থাকে 15/04/2023 পযন্ত বাতিল করা হয়েছে
এছাড়া 33514 ডাউন হাসনাবাদ শিয়ালদহ লোকাল প্রতিদিন হাসনাবাদ থেকে 22 মিনিট লেট এ অর্থাৎ ভোর 04:48 এর পরিবর্তে ভোর 05:10 এ ছাড়বে।
গত দু-আড়াই বছরে হাসনাবাদ সেকশানে যা যা পরিবর্তন হয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ , আরো মজার বিষয় হল এগুলো শিয়ালদহ ডিভিশনের মধ্যে প্রথম যা হাসনাবাদ সেকশানেই লাগু হয়েছে । সে দিক থেকে এই সেকশান আলাদা কিছুর দাবিদার । এগুলি হল - 1).Turnout Speed 15Kmph থেকে 30Kmph এ উন্নীতকরণ l 2).Sectional EMU/MEMU Speed 90 Kmph থেকে 100Kmph উন্নীতকরণ l
সর্বশেষ যেটা হতে চলেছে সেটা IB/IBP (Intermediate Block Post )সিগন্যালের আগমন । কোন লম্বা Section এ Train Capacity বাড়ানোর জন্যই IB Signal এর অবতারণা l Indian Rail এ এই IB Signal নতুন কোন ব্যাপার নয় ,তবে আমাদের কাছে এর বিশেষত্ব এই জন্য যে শিয়ালদহ Division এর মধ্যে হাসনাবাদ সেকশানেই প্রথম এই সিগন্যালের 'আবির্ভাব' হল । লেবুতলা ও মালতীপুরে এই সিগন্যাল বসল , সাথে সাথে দুটো Station ই Block Station এর খেতাব হারাল