বসিরহাট ফাল্গুনী সিনেমা হল:
বসিরহাটে ফাল্গুনী সিনেমা হলের নাম বসিরহাট বাসীর কাছে খুব জনপ্রিয় দীর্ঘদিন ধরে বসিরহাটে সিনেমা হলের নাম চর্চা খুবই কমে গিয়েছে। লকডাউনের পর থেকে সিনেমা ঘর গুলো সবই বন্ধ ছিল মানুষজন এমন বাইরে বের হতো না ।
গত তিন মাস আগে বলিউডের শাহরুখ খানের পাঠান সিনেমার রিলিজ এ বসিরহাট ফাল্গুনী সিনেমা হলে সামনে উপচেপড়া ভিড় দেখা গিয়েছিল। হাউসফুল হওয়ায় টিকিটের লাইনও প্রচুর বড় হয়ে ছিল এবং তবুও মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সিনেমা দেখার জন্য
কিন্তু তার তিন মাস পরে এ বছরে ঈদের দিনে বন্ধ দেখা গেল সিনেমা হল।
বিভিন্ন দূর-দূরান্ত থেকে সিনেমা প্রিয় মানুষগুলো ঈদের দিনে ওই হলের চত্বরে এসে অপেক্ষা করে প্রথম শোও এর তারা কিছু সময় দাঁড়িয়ে থেকে শুনতে পায় আজ সিনেমা হল বন্ধ।
প্রতি ঈদে হাউসফুল হওয়ার কারণে টিকিট পাওয়া যায় না, কিন্তু এবার তার ব্যতিক্রম এ বছর ঈদ দিনে গেটে তালা ঝুলতে দেখা গেলো ফাল্গুনীতে
সিনেমা প্রিয় মানুষগুলো ঈদের দিন বহু প্রান্ত থেকে সিনেমা দেখার জন্য বসিরহাটের বিভিন্ন সিনেমা হলে আসে ।
বিগত ২-৩ বছর ধরে বসিরহাটে সিনেমা হল বলতে ফাল্গুনের নামই সবার মুখে মুখে, সিনেমা প্রিয় মানুষগুলো আচমকা এসে সিনেমা হলের গেটে তালা ঝুলছে দেখাই বিভিন্ন টুরিস্ট স্পটে গিয়ে ভিড় করল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সিনেমা হল টি কোন এক বিশেষ কোম্পানি কিনে নিয়েছে আগামী দিনে ওখানেই সিনেমা কমপ্লেক্স বা শপিংমল হওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে।
পাশে বসিরহাট কলেজ সেখানে আসেন বসিরহাটের বিভিন্ন গ্রাম ও শহরের বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রীরা ।