বসিরহাট পৌরসভার মধ্যে যে কোন পুকুর ভরাট করা যাবে না ব্যবহারযোগ্য হোক বা অযোগ্য:
বসিরহাট পৌরসভার মধ্যে যে কোন পুকুর সে ব্যবহারযোগ্য হোক বা ব্যবহারের অযোগ্য হোক। যদি কেউ ভরাট করেন সেই এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা অবিলম্বে বসিরহাট পৌরসভার চেয়ারপারসনকে অবগত করুন।
এবং বসিরহাট পৌরসভার যে হেল্প লাইন সেখানে whatsapp এ ছবি তুলে পাঠান লোকেশন দিয়ে, বসিরহাট পৌরসভা নিশ্চিত তার এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করবে,
বসিরহাটের নাগরিকদের আমি সচেতন হবার জন্য অনুরোধ রাখছি, অনুরোধ করছি যেকোনো বড় গাছপালা শুধুমাত্র প্রমোটিং করার জন্য কেটে ফেলবেন না বিশেষ করে সরকারি গাছ হাত দেবেন না,
পৌরসভার ভেস্টেড ল্যান্ড এর উপরে যে সমস্ত গাছপালা আছে বা পুকুর আছে কোন সেগুলো কোনভাবেই বিক্রি করা যাবে না, ফলস দলিল বা কাগজপত্র বানিয়ে মানুষকে অযথা হয়রানি করবেন না, এর জন্য পৌরসভা তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করবে।
যারা পৌরসভা এলাকায় বাড়ি ঘরদোর তৈরি করছেন বা প্রমোটিং করছেন পাঁচ তলা ছয়তলা বিল্ডিং বানাচ্ছেন উপযুক্ত বিল্ডিং প্লান গ্রহণ না করে তাদের এগেনস্টে পৌরসভা কিন্তু করা ব্যবস্থা গ্রহণ করবে,
সরকারকে ফাঁকি দিয়ে বা পৌরসভা কে ফাঁকি দিয়ে এসব জিনিস করা যাবে না, আমি নাগরিকদের সচেতন হওয়ার জন্য অনুরোধ রাখবো, আপনারা আমায় সহযোগিতা করবেন সাহায্য করবেন এই আশা রাখি।
সচেতন হবার জন্য বসিরহাটবাসীকে অনুরোধ করছি।
- বসিরহাট পৌরসভা