শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান কচুয়াধাম:
পরম পুরুষ ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান কচুয়াধাম
প্রতিদিন মন্দির খোলার সময়- সকাল ৮টা হইতে দুপুর ১২ টা পযর্ন্ত পরবর্তী সময় বিকাল ৩ টা হইতে রাত ৮ টা পযর্ন্ত
ভোগগ্রহনের সময়:
প্রতিদিন সকাল ৯ টা হইতে দুপুর ১২ টার মধ্যে।
(ভোগের মূল্য প্রতিটি ভক্তের জন্যে একই)
কি কি মন্দির আছে?
১/ বাবার নাট মন্দির (গর্ভগৃহ)
২/ স্নান মন্দির
৩/ ধূপবাতি মন্দির
৪/ প্রাচীন মন্দির ( পৈতা মন্দির)
৫/ মন্দির প্রতিষ্ঠাতা দাদুর মন্দির (দাদু নিত্য গোপাল সাহা)
৬/ গুরু ভগবান গাঙ্গুলির মন্দির ( জন্মভিটা)
৭/ বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের মন্দির ( জন্মভিটা)
১৭৩০ খ্রী: ততকালীন অবিভক্ত বাংলার ২৪ পরগণা জেলার অন্তর্ভুক্ত বসিরহাটের কচুয়া নামক একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ ঘোষাল, এই জেলার নিকট ইছামতী নদী বয়ে চলেছে কুলকুল করে। শান্ত ইছামতী ২০৮ মাইল দৈর্ঘ্য। মাথাভাঙ্গা নদীর উৎস যার রায়মঙ্গল মোহনা।
১৮৬১ সালে বসিরহাট মহকুমার জন্ম হয়েছিল কিন্তু বসিরহাটের ঐতিহ্য অতি প্রাচীন। তার মধ্যে কচুয়াধামের কথা টা বলবো। কচুয়া, থেকে দূরে ধান্যকুড়িয়া অবস্থিত যেখানে ইতিহাসে স্থান প্রাপ্ত অতি প্রাচীন ঐতিহ্য ভরা জমিদার বাড়ি।
কচুয়া গ্রামেই অবস্থিত বিখ্যাত পন্ডিত গুরু ভগবান গাঙ্গুলি মহাশয়ের বাড়ি, ঠিক তার কিছুটা দূরে অবস্থিত বাবার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা।
দক্ষিণ দিকে ৬০০ বছর পুরনো দ্বাদশ কালী মন্দির, লোক মুখে কথিক আছে বাবার বাবা অর্থাৎ রাম নারায়াণ ঘোষাল এই মন্দিরে পুজা করতেন। তার কিছু টা দূরে অবস্থিত প্রাচীন মেলা গাজনের মেলা।