এখনও মানবতা হারিয়ে যায়নি:
উত্তর ২৪ পরগনার একটি ছোট্ট শহর মছলন্দপুর।এখানে থাকে এই সমীর সেন বলে ভাইটি।স্টেশন থেকে ৭ মিনিট এগোলে ওর ছোট্ট একটা ফলের দোকান।
ছোট বেলায় যখন মায়ের সঙ্গে পায়ে হেঁটে স্কুল যেতো এমনই এক গরমের দিনে তখন একবার একটি দোকানে তার মা জিজ্ঞাসা করেছিলো জল আছে কিনা খাবার জন্য।সেইসময় লোকটি জল দেয় নি।সেদিন থেকে সে ঠিক করেছিল যে সে একদিন বড় হয়ে নিঃস্বার্থ ভাবে মানুষকে জল পান করাবে।
দীর্ঘ ১৫ বছর ধরে সে একটি ছোট ফলের দোকান চালাচ্ছে।আর এই দীর্ঘ ১৫ বছর ধরে সে জাতি ধর্ম নির্বিশেষে তৃষ্ণার্ত মানুষদের জল পান করিয়ে দিয়ে যাচ্ছেন একটা বাতাসা। সে বললো যে তার মা এর মত কত মানুষ এই গরমে তৃষ্ণার্ত হয়ে থাকে।তাই তাদের কে জল দেওয়ার মধ্যে সে তার মাকে খুঁজে পায়।
সেবাই তো মানুষের আসল পরম ধর্ম। জল তো জীবন ।এমন কথা অনেকের মুখে শুনতে পাওয়া যায় কিন্তু জায়গাতে এসে কজন বসে । সেখানে দেখা যাবে খুবই কম মানুষের ।মুখে কথা না বলে আমরা তো কিছু কাজ করেও দেখতে পারি । সেটার দিখে লক্ষ দিয়ে এই যুবক আজ এই ভাবে দীর্ঘ কএক বছর ধরে এই সেবাই জড়িত আছে।
আসুন আজ থেকে মুখে কথা না বাড়িয়ে আমরাও কিছু সেবা করি ।