আবারও ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু বসিরহাটের ২ শ্রমিকে:
আবারও ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু বসিরহাটের ২ শ্রমিকের, ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে বাংলা ও ওড়িশার জাতীয় সড়কে বালেশ্বর জেলার সড় থানা এলাকায়
মৃত বছর ৪০ এর সাইফুল গাজী বসিরহাট থানার সংগ্রামপুর শিবাটি গ্রামের বাসিন্দা ও মৃত বছর ২৫ এর আশারফ সর্দার বাদুড়িয়া থানার পুরো গ্রামের বাসিন্দা
সহ মোট ছয় জন বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ কোম্পানির চার চাকার গাড়ি নিয়ে রওনা দেয়
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্রমিক বোঝাই ওই গাড়িটি সজোরে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। তাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় চার চাকার গাড়িটি। দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পোল্ট্রি মুরগির বাচ্চা আনতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বসিরহাটের মাটিয়া এলাকা সাত জনের। আবার দুমাসের মাথায় ফের মুরগির বাচ্চা আনতে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের।
বারবার ওড়িশার জাতীয় সড়কে দুর্ঘটনায় শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। বেসরকারি কোম্পানিগুলো বেশি করে মুনাফা অর্জন করতে গিয়ে তাঁদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কি না তাই নিয়ে উঠছে প্রশ্ন।