৩০০ বছরেরও অধিক পুরোনো আড়বালিয়ার এই রক্ষাকালী পুজা

৩০০ বছরেরও অধিক পুরোনো আড়বালিয়ার এই রক্ষাকালী পুজা:

১৩৩৫ বঙ্গাব্দের আশ্বিন মাসে ভগবতী চরন বসু ও উত্তম কালী দাসী আড়বালিয়া চরকখোলা মাঠে এই রক্ষা কালী মন্দির প্রতিষ্ঠা করেছিল।

কিন্তু আড়বাড়িয়ার এই চরকখোলা মাঠের চৈত্র মাসের এই রক্ষাকালী পূজা অনেক প্রাচীন। 

কথিত আছে এই চরকখোলা মাঠে এক অস্থায়ী বেদীতে একদিনের মধ্যে রক্ষাকালী প্রতিমা নির্মাণ হয়ে রাত্রে পুজো হয়ে।

 পরের দিন সূর্যোদয়ের পূর্বে প্রতিমা বিসর্জন হয়ে যেত। কমবেশি ৩০০ বছরেরও অধিক এই রক্ষাকালী পূজাটিকে কেন্দ্র করে আড়বালিয়া গ্রামের ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়।

 আড়বালিয়ার প্রাচীন ঐতিহ্যেকে বহন করে আসছে এই রক্ষাকালী পুজোটি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন