৩০০ বছরেরও অধিক পুরোনো আড়বালিয়ার এই রক্ষাকালী পুজা:
কিন্তু আড়বাড়িয়ার এই চরকখোলা মাঠের চৈত্র মাসের এই রক্ষাকালী পূজা অনেক প্রাচীন।
কথিত আছে এই চরকখোলা মাঠে এক অস্থায়ী বেদীতে একদিনের মধ্যে রক্ষাকালী প্রতিমা নির্মাণ হয়ে রাত্রে পুজো হয়ে।
পরের দিন সূর্যোদয়ের পূর্বে প্রতিমা বিসর্জন হয়ে যেত। কমবেশি ৩০০ বছরেরও অধিক এই রক্ষাকালী পূজাটিকে কেন্দ্র করে আড়বালিয়া গ্রামের ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়।