চাকলা লোকনাথ মন্দির কমিটির জমিতে তৈরি হবে স্বাস্থ্য কেন্দ্র:
চাকলা লোকনাথ মন্দির কমিটির জমিতে তৈরি হবে স্বাস্থ্য কেন্দ্র, ১০ শয্যার একটি স্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন মিলেছে
বৃহস্পতিবার মন্দিরের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠকের শেষে এ কথা জানালেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী,
সম্প্রতি মন্দিরে পুজো দিতে এসে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে মন্দিরেই মারা যান এক পুর্ণ্যার্থী, ওই ঘটনার পরে স্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন দেন মুখ্যমন্ত্রী।
চাকলা লোকনাথ মন্দির কমিটির সভাপতি নবকুমার দাস বলেন স্বাস্থ্য কেন্দ্রের জন্য ১৫ কাঠা জমি দিয়েছে মন্দির কমিটি।
• ১৭৩০ খ্রী: তদকালীন অবিভক্ত বাংলার ২৪ পরগণা জেলার অন্তর্ভুক্ত বসিরহাটের কচুয়া নামক একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ ঘোষাল।
এই জেলার নিকট ইছামতী নদী বয়ে চলেছে কুলকুল করে।। শান্ত ইছামতী ২০৮ মাইল দৈর্ঘ্য। মাথাভাঙ্গা নদীর উৎস যার রায়মঙ্গল মোহনা।১৮৬১ সালে বসিরহাট মহকুমার জন্ম হয়েছিল কিন্তু বসিরহাটের ঐতিহ্য অতি প্রাচীন