নির্মল শহর গড়ার লক্ষ্যে বসিরহাট পৌরসভা

বসিরহাট শহরকে নির্মল শহর গড়ে তোলার লক্ষ্যে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে বাড়ী বাড়ী থেকে বর্জ সংগ্রহ ও রাস্তাঘাট সাফাই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এদিন ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা গেল বসিরহাটের বিধায়ক ডক্টর সপ্তসী ব্যানার্জি ও বসিরহাটের পৌর প্রধান অদিতি মিত্র কে 

পহেলা বৈশাখে বসিরহাট পৌরসভার সামনেও তার আশেপাশের রাস্তায় চলে সাফাই অভিযান। এবং পৌরসভা পরিষেবা বিষয়ক যেকোনো সমস্যা, অভিযোগ বা পরামর্শ জানাতে একটি হেল্প লাইন নাম্বারও উদ্বোধন করা হয়েছে।

বসিরহাটের বিভিন্ন জায়গাতে দেখা যায় ইচ্ছা কৃত ভাবে নোংরা আবর্জনা করতে । তাদেরকে এইসব নোংরা আবর্জনা করা থেকে দূরে থাকতে বলা আমাদের কর্তব্য এবং আমাদের সামনে ঘটতে থাকা বিভিন্ন কাজ সেটার দিকে লক্ষ্য করে অভিযোগ নাম্বারে অভিযোগ করাটাও আমাদের করণীয়।

নিজের এলাকা পরিষ্কার রাখুন এবং আশেপাশে সবাইকে পরিষ্কার রাখতে বলুন। বেআইনিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা জায়গাটার উপর যদি কোন ধরনের নোংরা আবর্জনা খেলতে দেখেন তাহলে হেল্প লাইন নাম্বারে খুবই শিগগিরই যোগাযোগ করুন এবং আপনার এলাকা কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

আমাদের শহর পরিষ্কার থাকবে তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ খুব ভালোভাবে করবে, সেদিকে মাথায় রেখে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা তৈরি করুন। নিজের শহরকে আরো উন্নত করার দেখে নিজের অবদান রাখুন।

পৌরসভার বিষয়ক যেকোনো সমস্যার জন্য যে হেল্পলাইন নাম্বারটি অভিযোগ জানানোর জন্য দেওয়া হয়েছে সেটা নিচে দেওয়া হল।

হেল্প লাইন নাম্বার: 7001652592



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন