টাকি মাঠ ও ইছামতী সেতুতে বসছে আলো।

টাকি মাঠ ও ইছামতী সেতুতে বসছে আলো।

বসিরহাট দক্ষিণের বিধায়ক তহবিলের টাকা বরাদ্দ করা হল টাকি এরিয়ান ক্লাবের মাঠ ও বসিরহাটের ইছামতী সেতু আলোকিত করার কাজে। সেতুতে আলো বসানোর হলে নিরাপত্তা বাড়বে বলে মানুষের আশা।

হাসনাবাদের টাকির মাঠে বিভিন্ন খেলার প্রস্তুতি চলে। কিন্তু মাঠে আলোর অভাবে সেই প্রস্তুতি সন্ধের পরে করা সম্ভব হয় না। অনেক সময়ে খেলা অসমাপ্ত রাখতে হয়।

 টাকির ক্রীড়াপ্রেমী মানুষ বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কাছে হাইমাস্ট লাইটের অনুরোধ করেন। সেই মতো এ বার আলোর ব্যবস্থা করতে চলেছেন বিধায়ক। পুরপ্রধান সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “পর্যাপ্ত আলোর ব্যবস্থা হলে এখন থেকে নৈশ ফুটবল খেলার ব্যবস্থা করা যাবে।”

ইছামতী সেতুর উপরে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি আলোর স্তম্ভ থাকলেও বেশির ভাগ অংশ অন্ধকারে ঢেকে থাকত। এর ফলে সেতুর উপরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছিল বলে অভিযোগ। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মহিলাদের বিরক্ত করত বলে অভিযোগ। এ বার সেখানে প্রয়োজন মতো আলোকস্তম্ভ বসানো হলে নিরাপত্তা বাড়বে বলে অনেকের মত।

সপ্তর্ষি বলেন, “টাকির মাঠ ও ইছামতী সেতু আলোকিত করার জন্য এলাকার মানুষ আমাদের বলেছিলেন। দু'টি ক্ষেত্রে আলোর ব্যবস্থা করা হয়েছে।” তিনি জানান, দু'টি কাজের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এক মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন